আপনারা কনো ইমেজ বা ছবি থেকে লিখা গুলো রিমুভ করবেন ৷
হ্যাল বন্ধুরা ! কেমন আছেন সবাই ? নিশ্চই ভালো আছেন ! আমি আপনাদের দোয়াই ভালো আছি ইন্সাআল্লাহ ৷
তো আজ আপনাদের সিখাতে যাচ্ছি কিভাবে আপনারা কনো ইমেজ বা ছবি থেকে লিখা গুলো রিমুভ করবেন ৷
অনেক সময় দেখলেন অপনার প্রিয় কনো একটা ছবিতে বিভিন্ন ধরনের লিখা থাকে ৷ এতে ছবিটির সৌন্দর্য নষ্ট হয়ে যায় ৷ তখন আপনার মনটা খারাপ হয়ে যায় ৷
যাহোক এখোন থেকে আর মন খারাপ হবে না ৷
আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অধারন একটা সফটওয়্যার ৷ যার মাধ্যমে আপনারা যেকনো ছরির যেকনো লিখা গুলো কেটে দিতে বা উড়িয়ে দিতে পারবেন ৷
অনেক বোকর বোকর করলাম ৷ এবার কাজের কথায় আসি ৷
প্রথমেই আপনারা Retouch নামের সফটওয়্যার টি install দিন ৷
install হয়ে গেলে ওপেন করুন ৷ ফ্লো স্কিনসর্ট :-
ALBUM বাটনে ক্লিক করে আপনার পছন্দের ছবিটি বাছুন ৷
OBJECT REMOVAL বাটনে ক্লিক করুন ৷
এবং আপনি যে যে লিখাগুলো ডিলেট বা রিমুভ করতে চাচ্ছেন সেগুলো সতর্কতার সাথে চাট করুন ৷ নিচের মতো দেখুন নিল কালারের হালকা হবে ৷
এবার Go বাটনে ক্লিক বা চাপ দিন ৷
দেখুন ম্যেজিক ৷
এবার ছবিটিকে SAVE করতে চাইলে স্কিনসর্টে দেখানো তীর চিহ্নতে ক্লিক করুন ৷
SAVE AS A Copy বাটনে চাপলেই আপনার কাঙ্খিত ছবিটি GALLARY তে সেভ হয়ে যাবে ৷
পষ্টটি পড়ার জন্য ধন্যবাদ ৷
0 Please Share a Your Opinion.: